মেলায় অংশ নেওয়া বেশিরভাগ দোকান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। ক্রেতাদের ভালো সারা পাচ্ছেন বলে জানালেন তারা। এক ছাদের নিচে হরেক রকমের খেজুর পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশি ক্রেতারাও।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, ‘এখানে অনেকেই আসে, আমাদের খুব ভালো লাগে। আপনারাও বন্ধু-বান্ধব নিয়ে আসবেন, আমাদের খুব ভালো লাগবে।’
২৪ জুলাই থেকে শুরু হওয়া এ খেজুর মেলা চলবে ৭ আগষ্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা, যেখানে পাওয়া যাচ্ছে আল খালাস, আল খেনাইজি, আল শিশি, আল বারহি, আল সাকাই, আল রাজিজি, নাবত সাইফ, আল লুলু, কাঁচা-পাকাসহ বাহারি কাতারি জাতের খেজুর। খেজুরের খাঁটি শরবত ও মিলছে মেলায়, বিক্রি করা হচ্ছে খেজুর গাছও।