গণতান্ত্রিক ছাত্রসংসদ

ডাকসু নির্বাচনের তফসিলের অপেক্ষায় শিক্ষার্থীরা, সেপ্টেম্বরে নির্বাচনের আভাস
২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিলের অপেক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছাত্রদল চায়-লেভেল প্লেয়িং ফিল্ড। ছাত্রশিবির বলছে, ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে এখনই নির্বাচনের উপযুক্ত সময়। আর জাতীয় গণতান্ত্রিক ছাত্রসংসদ বলছে, বিশেষ কোনো দলকে সুবিধা দিতে নির্বাচন আগানো পেছানো নয়, বরং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নেই প্রয়োজন কার্যকর ছাত্র সংসদ। সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রধান রিটার্নিং কর্মকর্তা।

ছাত্রদল সভাপতির অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রসংসদের নিন্দা
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী উল্লেখ করে ছাত্রদল সভাপতির বক্তব্য প্রত্যাখান করে নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুন এক বার্তায় এ নিন্দা প্রকাশ করেন।