ট্যানাররা পরিশোধ করছেন না বকেয়া, চামড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাট। এখানকার ঈদ-পরবর্তী প্রথম হাট জমেনি। এ হাটে ছাগলের চামড়া প্রতি পিস ৫ থেকে ২০ টাকা আর গরুর ২০০ থেকে ৯০০ টাকা বিক্রি হচ্ছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন লবণ ও মজুরির দাম বৃদ্ধি হওয়া এবং ট্যানারি মালিকদের বকেয়া টাকা পুরোপুরি পরিশোধ না করাকে। এদিকে, চামড়া পাচার রুখতে সতর্ক অবস্থায় প্রশাসন।