সিলেটে চার লেন প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে স্থানীয়দের ভোগান্তি
সিলেটের বাধাঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত চার লেন সড়কের নির্মাণ প্রকল্পের মেয়াদপূর্তি হলেও শেষ হয়নি কাজ। বরং মেয়াদ বেড়েছে আরো দু’বছর। এতে ভোগান্তি থেকে নিস্তার মিলছে না স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের। যদিও কর্তৃপক্ষের সেই পুরোনো আশ্বাস, নতুন নির্ধারিত সময়ে কাজ শেষ করার।