বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে; আবেগাপ্লুত-উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া
বিশ্বকাপ ফুটবলের সোনালি ট্রফি আবারও বাংলাদেশে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকাল ১০টায় একটি চার্টার্ড বিমানে করে ঢাকায় আসে বহুল কাঙ্ক্ষিত এ ট্রফি। ট্রফির সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো পর্দা সরিয়ে ট্রফি উন্মোচন করেন তিনি। এসময় তার পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।