ছেঁড়া টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, নিতে না চাইলেই ব্যবস্থা
পকেটে থাকা ছেঁড়া, ফাটা বা ময়লাযুক্ত নোট নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই। আপনার কাছে থাকা নোটের ৯০ শতাংশ বা তার বেশি (90% or more) অংশ যদি ঠিক থাকে, তবে আপনি সেই নোটের পুরো বিনিময় মূল্য (Full Face Value) ফেরত পাবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) ছেঁড়া-ফাটা ও অপ্রচলনযোগ্য নোট বিনিময় সংক্রান্ত একটি নতুন নীতিমালা (New Policy/Regulation) জারি করেছে।