মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো নাটক ‘কমলা রঙের বোধ’
কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো নাটক ‘কমলা রঙের বোধ’। গত শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে গত শুক্রবার (৯ মে) সন্ধ্যায় একই স্থানে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।