১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকেই নাটকের আখ্যান।
নাটকটি নিয়ে থিয়েটার ফ্যাক্টরি বলছে, জীবনানন্দ দাশের কবিতার মতই তার চরিত্র ছিল ‘কমলা রঙের’ মত প্রখর সংবেদনশীল। আর তার সাহিত্যে-কবিতায় রয়েছে ‘বোধের’ দোলাচল। এ দুইয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘কমলা রঙের বোধ’, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাঈদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনুর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, নওরীন পাঁপড়ী, শিশির বিন্দু, সূর্য সরকারসহ আরো অনেকে।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন আলোক বসু। আলোক পরিকল্পনায় ছিলেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মোহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।
থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত এ নাটকটি ‘জীবনানন্দ নাট্য উৎসবের’ অংশ হিসেবেও মঞ্চস্থ হতে যাচ্ছে। দেড় সপ্তাহ পর হবে বাকি চার প্রদর্শনী। দ্বিতীয় কিস্তির প্রদর্শনীর দিনক্ষণ এখনো জানায়নি থিয়েটার ফ্যাক্টরি।