সুইজারল্যান্ডে বিশ্বের সবচেয়ে উঁচু থ্রিডি-প্রিন্টেড টাওয়ার
সুইজারল্যান্ডে উন্মোচন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু থ্রিডি-প্রিন্টেড টাওয়ার। জনসংখ্যা শূন্যের কোটায় নেমে আসতে যাওয়া মুলেগন্স গ্রামটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পর্যটক আকর্ষনের জন্য দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে এ স্থাপনা। চারদিকে সবুজে ঘেরা অরণ্যের মাঝখানে এক ছোট্ট বসতি যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে থ্রিডি-প্রিন্টেড হোয়াইট টাওয়ার।