হৃদয়ে প্রকৃতির সুর তোলা এক জীবন্ত কল্পকাহিনী যেন ‘টার্টল ব্যাক জু’
নিউইয়র্ক সিটি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ‘টার্টল ব্যাক জু’ যেন প্রকৃতির এক রঙিন জানালা। জিরাফ, প্রজাপতি, বানর আর শতবর্ষী কচ্ছপ— সব মিলিয়ে যেন এক জীবন্ত কল্পকাহিনী। শিশুদের হাসি আর প্রাণীদের কোলাহলে এখানে হৃদয়ে বাজে প্রকৃতির সুর।