নতুন কোচের অধীনে বাংলাদেশ টিটি দলের বাছাই শুরু
নেপালে বিশ্বকাপ বাছাইয়ে ৫ দেশের মধ্যে তলানিতে থেকে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। সে ব্যর্থতা পেছনে ফেলে পরের ছয় মাসের লম্বা সূচিতে নজর ফেডারেশনের। নতুন কোচের অধীনে শুরু হয়েছে বাছাই। ইসলামিক সলিডারিটি গেমস, এসএ গেমসের ফলে পরিবর্তন আনার প্রত্যাশায় কোচ এবং ফেডারেশন কর্তারা।