নতুন কোচের অধীনে বাংলাদেশ টিটি দলের বাছাই শুরু

বাংলাদেশ টিটি দলের বাছাই চলছে
বাংলাদেশ টিটি দলের বাছাই চলছে | ছবি: এখন টিভি
0

নেপালে বিশ্বকাপ বাছাইয়ে ৫ দেশের মধ্যে তলানিতে থেকে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। সে ব্যর্থতা পেছনে ফেলে পরের ছয় মাসের লম্বা সূচিতে নজর ফেডারেশনের। নতুন কোচের অধীনে শুরু হয়েছে বাছাই। ইসলামিক সলিডারিটি গেমস, এসএ গেমসের ফলে পরিবর্তন আনার প্রত্যাশায় কোচ এবং ফেডারেশন কর্তারা।

রানার্স-আপ হলেও টেবিল টেনিসের বিশ্বকাপে দেখা যেত বাংলাদেশকে। নেপাল থেকে এক অর্থে বিধ্বস্ত হয়েই দেশে ফিরেছিলেন বাংলাদেশের টিটি তারকারা। বাছাইপর্বের সেই ব্যর্থতার ১ সপ্তাহ পরেই ফের টেবিলে ফিরলেন তারা। এবারে তিন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিজেদের প্রমাণ করার মিশন তাদের সামনে।

নেপালে দল বাছাইয়ে খেলোয়াড় নেয়া হয়েছিল র‍্যাংকিংয়ের ভিত্তিতে। এবারে নিজেদের প্রমাণ করেই জাতীয় দলে জায়গা করে নেয়ার পালা। পরের ছয় মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক সূচি রয়েছে টেবিল টেনিসে।

আরও পড়ুন:

সেই লক্ষ্যে জাতীয় দলের কোচ হয়ে এসেছেন থাইল্যান্ডের প্যাটারাটর্ন পাসারা। ২৫ বছর বয়সী এ কোচের বয়স নিয়ে আছে নানা প্রশ্ন। দুই মাসের জন্য আনা হলেও কোচকে নিয়ে আশাবাদী ফেডারেশন। পরিকল্পনা আছে দীর্ঘমেয়াদে কোচকে নিয়ে কাজ করার।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে যে তার সমঝোতা, তারা বুঝতে পেরেছে যে, সে একজন যোগ্য কোচ। শ্রদ্ধাবোধের ক্ষেত্রে বয়সের কোনো বাধা এখানে থাকছে না। সেজন্য আমরা তাকে দীর্ঘমেয়াদী রেখে দেয়ার কথা চিন্তা করছি।’

বিদেশি এই কোচকে নিয়ে ফেডারেশন যেমন আশাবাদী। তেমনি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েও বড় প্রত্যাশা থাই কোচ পাসারার। জানালেন, দ্রুত সময়ের মধ্যে ফলাফল আনার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া অবশ্য সহসাই শেষ হচ্ছে না। সামনে আরও তিন দফায় হবে সিলেকশন। সেই সঙ্গে ফেডারেশন কাপ এবং অন্যান্য টুর্নামেন্ট দিয়ে খেলোয়াড়দের ব্যস্ত রাখার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

আরও পড়ুন:

বাংলাদেশ টেবিল টেনিস দলের কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ বলেন, ‘তিনটা সিলেকশনের প্ল্যান আছে, এতে ওরা প্রচুর ম্যাচের মধ্যে দিয়ে যাবে। আমরা আশা করছি ওদের ম্যাচ পারফরম্যান্স আরও ভালো হবে। বিদেশি টুর্নামেন্টগুলোর মাঝামাঝি আমাদের লিগ অথবা ন্যাশনাল করারও প্ল্যান আছে।’

নানা স্থবিরতার পর টেবিল টেনিসে ফিরেছে ব্যস্ততা। শুরুটা ভালো না হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টেবিল টেনিসে সুদিন আনার প্রত্যাশা কোচ এবং ফেডারেশন সংশ্লিষ্টদের। যার শুরুটা হবে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস দিয়ে।

এসএইচ