দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন স্থাপনে কাজ শুরু হয়েছে চট্টগ্রামে
দেশে প্রথমবার মুক্তবাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপনে কাজ শুরু হয়েছে চট্টগ্রামে। বন্দর, বিমানবন্দর, স্পেশাল ইকোনমিক জোনের সম্ভবনা কাজে লাগিয়ে এ ট্রেড জোন করতে চায় চট্টগ্রাম বন্দর। এজন্য ৪০০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে আনোয়ারায় কর্ণফুলী নদীর ওপারে। কর্তৃপক্ষ বলছে, এফটিজেড হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে, দেশিয় মুদ্রায় তুলাসহ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। কমবে আমদানির খরচ ও সময়।