দুর্গম পথ পাড়ি দিতে সক্ষম চার পা-ওয়ালা রোবটিক ডগ আনলো চীনা প্রতিষ্ঠান
আবারও চার পা-ওয়ালা কুকুর আকৃতির রোবটিক ডগ সামনে এনেছে চীনের ডিপ রোবটিক্স নামে একটি প্রতিষ্ঠান, যা উঁচু-নিচু দুর্গম পথ দিয়ে দ্রুতগতিতে ছুটে চলতে পারে। সেন্সরের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে জটিল উদ্ধার অভিযানও সম্ভব এই রোবট দিয়ে।