মরুভূমি কিংবা উঁচু পাহাড়, দুর্গম পথ, এমনকি নদীর ধার দিয়েও দ্বিধাহীনভাবে দৌড়ে বেড়াচ্ছে চার পা-ওয়ালা এলওয়াইএনএক্স এম২০ নামের আধুনিক এ রোবটটি। চীনের সাংহাইতে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে প্রদর্শন করা হয় এ রোবটিক ডগটি।
একটি কুকুর যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে চলাফেরা করতে পারে, ঠিক সেই গতিতেই চলতে সক্ষম এই রোবটিক ডগ। এমনকি কুকুরের মতো মাটিতে গড়াগড়ি খাওয়াও অসাধ্য নয় এই আধুনিক রোবটের কাছে।
উঁচু-নিচু পথে সহজেই দৌড়াতে পারে এটি। এমনকি দুই পায়ে ভর করে দাঁড়াতেও পারে। দ্রুত গতির এ রোবটের চলাফেরা দেখে অনেকটা অবাক সম্মেলনে অংশ নেয়া দর্শনার্থীরা।
এ রোবটটির দু’টি বৈশিষ্ট্য রয়েছে। একটি চাকা-ওয়ালা ও আরেকটি পা-ওয়ালা। চাকা-ওয়ালা রোবটটি তুলনামূলক বেশি কার্যকর ও দ্রুত গতিসম্পন্ন বলে জানান এর প্রদর্শনকারীরা।
ডিপ রোবটিক্সের সিনিয়র ম্যানেজার কিয়ান জিয়াওয়ু বলেন, ‘রোবট এলওয়াইএনএক্স এম২০-এর একটি বৈশিষ্ট্য রয়েছে। চাকাযুক্ত রোবটটি আরও দক্ষ এবং দ্রুত। প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করার সময় পা-ওয়ালা রোবটটি বেশি গতিতে দৌড়াতে পারে।’
রোবটিক এই ডগটির মধ্যে যেকোনো বস্তু সনাক্তের জন্য বিশেষ সেন্সর বসানো আছে, যা জরুরি পরিস্থিতিতে দুর্গম কোনো জায়গাতেও উদ্ধার অভিযানসহ প্রয়োজনীয় যেকোনো কিছু দ্রুত খুঁজে বের করতে পারবে।
কিয়ান জিয়াওয়ু বলেন, ‘রোবটটি বৈদ্যুতিক শক্তি ও ভূ-গর্ভস্থ পাইপলাইন টানেল পরিদর্শন, অগ্নিকাণ্ডের জরুরি অবস্থা ও জনসাধারণের নিরাপত্তা টহল দিতে ব্যবহার করা হচ্ছে।’
সম্মেলনে হুয়াওয়ে টেকনোলজিস একটি এআই কম্পিউটিং সিস্টেম প্রদর্শন করে যা চীনা প্রযুক্তি জায়ান্ট দেশের ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাজারের অংশীদারিত্ব দখল করতে চায়।