ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগ হত্যাকাণ্ড, চাঁদাবাজির তথ্য মেলেনি: ডিএমপি
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দিন। আজ (শনিবার, ১২ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্তে এখন পর্যন্ত যা উঠে এসেছে, তাতে এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে।