ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগ হত্যাকাণ্ড, চাঁদাবাজির তথ্য মেলেনি: ডিএমপি

ব্রিফ করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দিন
ব্রিফ করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দিন | ছবি: এখন টিভি
0

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দিন। আজ (শনিবার, ১২ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্তে এখন পর্যন্ত যা উঠে এসেছে, তাতে এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে।

ডিসি জসীম বলেন, ‘নিহত সোহাগ ও অভিযুক্তরা সবাই একই সঙ্গে ভাঙারির ব্যবসা করতেন। পারস্পরিক ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে শুধু ব্যবসা নয়, নিহত সোহাগের আগের কোনো কার্যক্রম কিংবা অন্য কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এসময় রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিজ দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। হত্যাকাণ্ডের সময় ইট, রড ও কংক্রিট দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয় এবং শরীরের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

এনএইচ