জমি পুনর্দখলে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি
রুশ বাহিনী পা রাখা মানেই ওই ভূমি রাশিয়ার, এমন নীতিতে অটুট দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ভূমি পুনর্দখলে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিনের আসন্ন বৈঠক আদৌ কাজে আসবে কি-না তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে ট্রাম্পের দেয়া বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি রুখে দেয়ার কৌশল হিসেবেই হয়তো আপাতত ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন।