চট্টগ্রাম বন্দরে ১১ বছরে ৪৬ কনটেইনারে তেজস্ক্রিয় পদার্থ, ফেরত পাঠাতে ব্যর্থ বাংলাদেশ
গত ১১ বছরে চট্টগ্রাম বন্দরে মোট ৪৬টি কনটেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি মিলেছে। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী, কোনো কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস বা রপ্তানিকারক দেশে তা ফেরত পাঠানোর নিয়ম। কিন্তু নানা জটিলতায় হাতে গোনা দু’একটি ছাড়া অধিকাংশ কনটেইনারই ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পদার্থ সংরক্ষণ করতে হচ্ছে সাভারে কেন্দ্রীয় তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারে; যা অনেক জটিল ও ব্যয়বহুল। পাশাপাশি আণবিক শক্তি কমিশনের জন্য বোঝাস্বরূপ। বাংলাদেশ যেন তেজস্ক্রিয় বর্জ্যের ভাগারে পরিণত না হয়, তাই জোরালো পদক্ষেপের আহ্বান পরমাণু বিজ্ঞানীদের।