নিউইয়র্কে দেশিয় খাবারের পসরা, বাঙালিয়ানার ছোঁয়া পেতে ভিড়
সন্ধ্যা হলেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসে দেশি খাবারের পসরা। ফুচকা, চটপটি, হালিম আর ঝালমুড়ির স্বাদ পেতে এসব খাবারের স্টলে ভিড় করেন বাঙালিরা। এমনকি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম থেকে শুরু করে পশ্চিমা খাদ্যরসিকরাও চেখে দেখেন বাংলাদেশের খাবার। এতে অভিবাসী বাংলাদেশিদের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের তৈরি হচ্ছে অনেকের।