কয়েক দশক ক্যাফেইনপ্রীতির পর, এবার চায়ের দিকে ঝুঁকছে মস্কো। কারণ হিসেবে বলা হচ্ছে, পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে দূরে ঠেলে দেয়া নিজেদের ঐতিহ্যবাহী চা ফিরিয়ে আনতে চান অনেক রুশ।