শিগগিরই বাংলাদেশে আসছে পেপ্যাল, জেনে নিন সুবিধা-অসুবিধা
দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (PayPal) অবশেষে শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে (PayPal launch in Bangladesh)। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর (Dr. Ahsan H. Mansur PayPal) এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে পেপ্যাল চালু (PayPal in Bangladesh) হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা (Freelancers) সহজে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবে।