অর্থ সংকটে লিগ দল গঠনে হিমশিম খাচ্ছে মোহামেডানসহ বেশিরভাগ ক্লাব
আসন্ন ফুটবল মৌসুমে অর্থনৈতিক সমস্যার কারণে দল গঠনে সমস্যা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানসহ অধিকাংশ ক্লাবের। টাকার অভাবে গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার সুলেমান দিয়াবাতেকে ধরে রাখতে পারেনি মোহামেডান। অন্যদিকে, ফিফার নিষেধাজ্ঞা কাটলেও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব দল গোছানো ও নানা জটিলতায় লিগে ভালো করার সম্ভাবনা কম দেখছে।