২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ
২০২৬ সালে ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারী ফুটবল এশিয়া কাপ। এএফসি এশিয়ান কাপের ড্রতে গ্রুপ 'বি'তে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ড্র হলেও ফরম্যাট ও ফিক্সচার আরও আগেই নির্ধারিত হয়েছিল। ড্রতে বাংলাদেশ 'বি' গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে।