২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ

নারী ফুটবল এশিয়া কাপ ড্র
নারী ফুটবল এশিয়া কাপ ড্র | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালে ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারী ফুটবল এশিয়া কাপ। এএফসি এশিয়ান কাপের ড্রতে গ্রুপ 'বি'তে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ড্র হলেও ফরম্যাট ও ফিক্সচার আরও আগেই নির্ধারিত হয়েছিল। ড্রতে বাংলাদেশ 'বি' গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে।

২০২৬ নারী এশিয়া কাপে তিন গ্রুপে ১২ দল খেলছে। প্রতি গ্রুপে চারটি করে দল। চার দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দুই দলও কোয়ার্টারে খেলবে।

'বি' গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি রয়েছে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। শুধু 'বি' গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 'বি' গ্রুপের তৃতীয় ও চতুর্থ নম্বর দল বাংলাদেশ এবং উজবেকিস্তানকে প্রথম দুই ম্যাচ সিডনির পর তৃতীয় ম্যাচ খেলতে পার্থ রওনা হতে হবে।

বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী। ফলে বাংলাদেশকে মূলত উজবেকিস্তানকে হারাতে হবে। উজবেকিস্তানকে হারাতে পারলে 'এ' এবং 'সি' গ্রুপের তৃতীয় স্থানে থাকা অন্য দুই দলের চেয়ে গোল ব্যবধান বা পয়েন্টে এগিয়ে থাকলে বাংলাদেশ কোয়ার্টারে খেলার সুযোগ পাবে।

কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশের ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ। কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল সেমিফাইনাল খেলার পাশাপাশি সরাসরি ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে। বিজিত চার দলের মধ্যে দুটি প্লে ইন ম্যাচ হবে। ওই প্লে ইন ম্যাচে জয়ী দুই দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলার সম্ভাবনা থাকবে কোয়ার্টার ফাইনালে উঠলে।

সেজু