আসন বণ্টন নিয়ে ক্ষোভ, জোট ছাড়ার ভাবনায় বিএনপির শরিক দল!
নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির সমমনা শরিক দলগুলোর। মূল্যায়ন না করায় কেউ কেউ জোট ছেড়ে নতুন জোটে যোগ দেয়ার কথাও ভাবছে। আর নির্বাচনে দলগুলোকে নিজস্ব প্রতীকে লড়তে হবে বলে সব জায়গায় জোটের প্রার্থী দেয়ার বাস্তবতা নেই বলে দাবি বিএনপির। আর জোটসঙ্গীদের ছাড়া এককভাবে জিতে আসবে এমন আত্মবিশ্বাস বিএনপিকে ভোটের মাঠে ক্ষতিগ্রস্ত করবে বল মত বিশ্লেষকদের।