টানা তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টিপাতে ডেঙ্গুর শঙ্কা
টানা ছয় দিনের তাপপ্রবাহের পর রাজধানীতে সামান্য বৃষ্টি দেখে নগরবাসী খুশি হলেও আবহাওয়া অফিস বলছে, এতে ভ্যাপসা গরম কমবে না। তবে স্বস্তির কথা হচ্ছে, আষাঢ়ের প্রথম দিন থেকেই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। আর সারাদেশে সোমবার থেকে ২২ জুন পর্যন্ত হবে ভারী থেকে মাঝারি ও থেমে থেমে বৃষ্টি। তবে এমন বৃষ্টি শঙ্কা জাগায় এডিস বিস্তারের।