টানা তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি, থেমে থেমে বৃষ্টিপাতে ডেঙ্গুর শঙ্কা

সজিব হোসেন
ঢাকা
আবহাওয়া ভবন
আবহাওয়া ভবন | ছবি: এখন টিভি
0

টানা ছয় দিনের তাপপ্রবাহের পর রাজধানীতে সামান্য বৃষ্টি দেখে নগরবাসী খুশি হলেও আবহাওয়া অফিস বলছে, এতে ভ্যাপসা গরম কমবে না। তবে স্বস্তির কথা হচ্ছে, আষাঢ়ের প্রথম দিন থেকেই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। আর সারাদেশে সোমবার থেকে ২২ জুন পর্যন্ত হবে ভারী থেকে মাঝারি ও থেমে থেমে বৃষ্টি। তবে এমন বৃষ্টি শঙ্কা জাগায় এডিস বিস্তারের।

বৈশাখ-জ্যৈষ্ঠের ভ্যাপসা আর তীব্র গরমের শেষ দিন আজ (শনিবার, ১৪ জুন), কাল রোববার (১৫ জুন) পয়লা আষাঢ়। ঈদুল আজহার পর রাজধানীতে বৃষ্টির দেখা না মিললেও জ্যৈষ্ঠের শেষ দিনে এক পশলা বৃষ্টি যেন বর্ষাকালের প্রতিশ্রুতি নিয়ে আসলো।

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের ও বাতাসের গতি কম থাকার, সারাদেশে গত ৬ দিন যাবত চলছে তাপপ্রবাহ। পথচারীদের মধ্যে একজন বলেন, ‘গত এক সপ্তাহ যাবত গরম অতিরিক্ত বেশি।’

আরেকজন বলেন, ‘মানুষের ডিহাইড্রেশন অবস্থা তৈরি হচ্ছে। গরম না কমলে হিট স্ট্রোকের পরিমাণ বাড়তে পারে।’ আবহাওয়া অফিস বলছে, এবারের আষাঢ় নিয়ে আসবে স্বস্তি। সারা দেশে ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত হবে ভারী থেকে মাঝারি ও থেমে থেমে বৃষ্টি।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত আছে। ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল বিভাগেই কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতে সম্ভাবনা আছে। কখনো হালকা থেকে মাঝারি আবার কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।’

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি; ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রামসহ বেশ কিছু জায়গায় মাঝারি আকারে বৃষ্টি হতে পারে।

সারাদেশে গড়ে জুন মাসে ৪৫৯ মিলিমিটার ও জুলাইয়ে ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস বলছে, এবারের আষাঢ় মাসে হবে স্বাভাবিক বৃষ্টিপাত। তবে স্বস্তি মিললেও থেমে থেমে বৃষ্টি ডেঙ্গু বিস্তারে আতঙ্ক নিয়ে আসছে নগরবাসীর জন্য।

এসএইচ