নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের স্টোরিটেলিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী তরুণ যুক্তরাষ্ট্রের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে। ১৫২টির বেশি দেশের প্রায় ৫৮ হাজার প্রতিযোগীর মধ্যে সেরা স্টোরিটেলিং ক্যাটাগরিতে পেয়েছেন এ আন্তর্জাতিক স্বীকৃতি। নানা প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে তারা জানান দিয়েছে নিজেদের মেধার পরিচয়।