বর্ষসেরা ক্রীড়াবিদ ঋতুপর্ণা, ক্রিকেটার মিরাজ-তাসকিন
শেষ হলো সিটি গ্রুপ-প্রথম আলো পুরস্কার-২০২৪। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ওয়াসিস হলে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান। বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হন তহুরা। বর্ষসেরা রানার আপ হন ক্রিকেটার মেহেদি মিরাজ ও তাসকিন আহমেদ। সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পান দাবাড়ু মনন রেজা ও আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হন কিংবদন্তি স্প্রিন্টার মোশাররফ হোসেন শামিম।