খেজুরের রস পানে ‘খামখেয়ালিপনা’, বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি
খেজুরের কাঁচা রসের সুমিষ্ট স্বাদ পেতে শুধু মানুষই নয়, বাদুড়ও আকৃষ্ট হয়। বাদুড়ের লালা থেকেই ছড়ায় প্রাণঘাতী নিপাহ ভাইরাস, যা বাড়িয়ে দিচ্ছে মৃত্যুঝুঁকি। তবু, গ্রামাঞ্চলে এখনো অনেকেই ঝুঁকি উপেক্ষা করে নিয়মিত পান করছেন কাঁচা রস। ফলে এসব এলাকায় নিপাহ আক্রান্তের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, নিরাপত্তার স্বার্থে কাঁচা খেজুরের রস পান না করাই সর্বোত্তম।