বিশ্ব মশা দিবস

ডেঙ্গুর হটস্পট বরগুনা: সংক্রমণ বাড়লেই শুরু হয় অভিযান!
চলতি বছর বাংলাদেশে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত জেলা ছিল বরগুনা। ১৯৩০ সাল থেকে আজকের দিনটি বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বরগুনা জেলার জন্য এ দিবসটি এসেছে ভীষণ উদ্বেগ নিয়ে। দক্ষিণের জেলা বরগুনায় ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমতির দিকে থাকলেও ভবিষ্যতে এডিসের বংশবিস্তার ও ডেঙ্গুর প্রকোপের সম্ভাবনায় উদ্বিগ্ন সচেতন মহল।

পবিপ্রবিতে বিশ্ব মশা দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মশা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে এক শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে এসে কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়।