রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।