বিশ্বকাপ মঞ্চে নারীরা: লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশা প্রথম অধিনায়ক মুসারাতের
নারী বিশ্বকাপের মঞ্চে মাস খানেক পর পা রাখবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন না হলেও লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশা দেশের প্রথম নারী ক্রিকেট দলের অধিনায়ক মুসারাত কবির আইভির। স্মৃতিতে ভেসে ওঠে এক সময়ের সংগ্রাম, আর চোখ ভরে ওঠে আজকের মেয়েদের সাফল্যে।