হারানো ঐতিহ্যের রশির খাটলার কদর বাড়ছে
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রশির খাটলার কদর বেড়েছে। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বাড়ছে এর ব্যবহার ও প্রসার। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে বাড়ছে বিক্রি। ঢাকার অভিজাত এলাকাগুলোতে এর চাহিদা বেশি। এসব পণ্যের ডিজাইন ও সাইজের ওপর নির্ধারণ হয় পণ্যের মূল্য। খাটলার আকার অনুযায়ী দাম পড়ে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।