দেশজুড়ে তাপমাত্রা ৬–৮ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ
সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। চলতি মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ ও মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির নিচে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। বিভিন্ন রুটে ব্যাহত হয় ফেরি চলাচল। চলতি মাসজুড়েই সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।