‘আওয়ামী লীগ র্যাব-পুলিশকে সন্ত্রাসীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে’
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ র্যাব-পুলিশকে সন্ত্রাসীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ফাস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভোলিউশন ২০২৪ এর প্রথম সেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।