এসময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘পলাতক হাসিনার দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে এখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার।’
ভারতের আধিপত্যের সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যের মতো বানিয়ে রাখতে চেয়েছে। কিন্তু ৯০ ভাগ মুসলিম দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।’
জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত না উল্লেখ করে তিনি বলেন, ‘যারাই আওয়ামী লীগের বৈষম্যের শিকার তারাই বিগত সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে।’