উপকূলে বাড়ছে লবণাক্ততা; সংকটে খাবার পানি ও কৃষি উৎপাদন
উপকূলীয় এলাকায় লবণাক্তটা দিন দিন বাড়ছে। এতে সংশ্লিষ্ট কিছু এলাকায় খাবার পানির সংকট তৈরি হয়েছে। আবার লবণাক্ততার কারণে ফসল উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ চান উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ততার কারণে মানুষ শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি বাড়তে দেয়া যাবে না। উদ্বিগ্ন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরাও। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।