চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে: বিধান রঞ্জন
চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।