৫৩ বছর পর পৃথিবীতে ফিরছে সোভিয়েতের ল্যান্ডার ক্যাপসুল
৫৩ বছর ধরে আটকে থাকার পর সাবেক সোভিয়েত ইউনিয়নের ল্যান্ডার ক্যাপসুল পৃথিবীতে ফিরে আসবে। ল্যান্ডার ক্যাপসুলটি শক্ত, গোলাকার বস্তু। যা প্রায় আধা টন ওজনের। এত বিশাল ওজনের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠে পতিত হলে কী ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে?