দুবাইয়ের কমিউনিটি মার্কেট: প্রবাসীদের কাছে হয়ে উঠছে ভরসার জায়গা
আমিরাতের শ্রমঘন অঞ্চলগুলোতে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য নির্মাণ করা হয়েছে কমিউনিটি মার্কেট। দুবাইয়ের সোনাপুর কমিউনিটি মার্কেট যার মধ্যে উল্লেখযোগ্য। ছোট পরিসরে ও কম পুঁজিতে সেখানে যেমন ব্যবসা করার সুযোগ পাচ্ছেন অনেকে, তেমনি স্বল্প আয়ের প্রবাসীদের কাছে এ বাজারগুলো হয়ে ওঠছে ভরসার জায়গা।