‘সরকারি ভ্যাকসিন কোনো দান নয়, এটি খামারিদের অধিকার’
গবাদিপশুর জন্য সরকারি ভ্যাকসিন কোনো দান নয়, এটি পাওয়া খামারিদের অধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ (শনিবার, ৫ জুলাই) বিকেলে জেলার শাহজাদপুর উপজেলার রাওতারা সুইচ গেট এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।