নরসিংদীতে শিশুদের সাঁতার শেখার জন্য নেই সুইমিংপুল, শঙ্কিত অভিভাবকরা
নরসিংদীতে নেই কোনো সরকারি সুইমিংপুল বা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এতে সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু-কিশোররা। এ অবস্থায় শঙ্কায় অভিভাবকরা। ভবননির্ভর শিক্ষাব্যবস্থার বাইরে এসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুইমিংপুল নির্মাণের আহ্বান প্রতিষ্ঠান প্রধানের। জরিপ বলছে, দেশে প্রতি বছর প্রায় ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে।