লা কুইন্টায় ‘আয়রনম্যান ৭০.৩’–এ বাংলাদেশের আল আমিনের সফল যাত্রা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় অনুষ্ঠিত অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া। সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিন ধাপের সম্মিলিত চ্যালেঞ্জিং ইভেন্টে তিনি ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পন্ন করেন। এর মধ্যে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়।