লা কুইন্টায় ‘আয়রনম্যান ৭০.৩’–এ বাংলাদেশের আল আমিনের সফল যাত্রা

অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া
অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় অনুষ্ঠিত অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া। সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিন ধাপের সম্মিলিত চ্যালেঞ্জিং ইভেন্টে তিনি ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পন্ন করেন। এর মধ্যে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়।

প্রথমবারের মতো আয়রনম্যানের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আল আমিন মিয়া জানান, লা কুইন্টায় পানির তাপমাত্রা ছিল মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস। এত কম তাপমাত্রায় সাঁতার কাটা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। তারপরও সবশেষে গন্তব্যে পৌঁছাতে পেরেছি। এখানকার আয়োজন ও ব্যবস্থাপনা খুবই পরিপাটি, তাই প্রতিযোগিতায় অংশ নিয়েছি।

৩৮ বছর বয়সী এই ট্রায়াথলেট বয়সভিত্তিক ৩৫–৩৯ গ্রুপে ২০৭ জনের মধ্যে ১৮৪তম অবস্থানে থাকেন। মোট ২ হাজার ২৬৯ প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ১ হাজার ৮৭৪তম। এ ইভেন্টে শীর্ষ তিনে স্থান পান যুক্তরাষ্ট্রের স্যাম লং, কানাডার লায়োনেল স্যান্ডার্স এবং জ্যারাশন লন্ড্রি।

আরও পড়ুন:

আল আমিন মিয়া বহুদিন ধরেই ‘রান ফর বাংলাদেশ’ উদ্যোগের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি লাদাখ হাফ ম্যারাথন (২০২২), টাটা মুম্বাই ম্যারাথন (২০২৩), ব্রাইটন–সিডনি ম্যারাথন (২০২৪) এবং লস অ্যাঞ্জেলেস ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

আগামী বছর কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেয়ার পরিকল্পনাও জানালেন তিনি। আয়রনম্যান কর্তৃপক্ষ সারা বছর বিশ্বের বিভিন্ন দেশে ‘আয়রনম্যান’ ও ‘আয়রনম্যান ৭০.৩’ প্রতিযোগিতা আয়োজন করে থাকে।

এনএইচ