কাতারের অসহনীয় গরমে কঠিন চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের সামনে
এএফসি চ্যালেঞ্জ লিগে কাতারের অসহনীয় গরমে কঠিন চ্যালেঞ্জ বসুন্ধরা কিংসের। প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে রাত সাড়ে ১১টায় মাঠে নামবে বাংলাদেশের জায়ান্টরা। তবে আবহাওয়ার প্রতিকূলতার নিজেদের সেরাটা দিকে মুখিয়ে আছেন দল জানিয়েছেন অধিনায়ক তপু বর্মন। এদিকে এ ম্যাচ দিয়ে অভিষেকের অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল।