ঘরোয়া মৌসুম শুরু হতে এখনও সময় আছে বেশ কিছুদিন। এর আগেই এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় বসুন্ধরা কিংস। এজন্য প্রায় চার হাজার কিলোমিটার দূরে কাতারের দোহায় অবস্থান করছে দলটি। লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ান ক্লাব আল কারামাহকে আটকানোর কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে তপু বর্মণদের।
তবে কাজটা মোটেই সহজ নয়। এ ম্যাচের আগে বসুন্ধরা কিংসের কঠিন প্রতিপক্ষ কাতারের আবহাওয়া। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলোয়াড়দের অনুশীলন করাটাই যেখানে কষ্টদায়ক সেখানে ৯০ মিনিট খেলা কঠিনই বটে। তবে এমন কঠিন পরিস্থিতিতে নিজেদের সেরাটা উপহার দিতে চান বলে জানান অধিনায়ক তপু বর্মণ।
তিনি বলেন, ‘আমরা প্রফেশনাল খেলোয়াড়, সব জায়গায় আমাদের মানিয়ে নিতে হবে এবং ওই জায়গায় ভালো খেলতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এটা আমি মনে করি, মরা সবাই প্রস্তুত আছি।’
এর আগে আসরের গ্রুপ পর্ব পর্যন্তই বসুন্ধরার সর্বোচ্চ সাফল্য । তবে কোচের ভুলে তিন ম্যাচে সবকয়টিতে হারায় পরের ধাপে পৌঁছাতে পারেনি কিংসের ফুটবলাররা। তবে এবার বাংলাদেশি বংশোদ্ভুত কিউবা মিচেলসহ রাফায়েল, টনি, সানডে এবং ডরিয়েলটনের মতো বিদেশি ফুটবলারা থাকায় জয়ের কেতন উড়াতে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক।
তপু বর্মণ বলেন, ‘আমার দলের প্রতিটি খেলোয়াড় এটা নিয়ে সিরিয়াস এবং চিন্তিত কারণ কীভাবে আমরা ম্যাচটা খেলবো। ম্যাচটা জয়ের জন্যই আমরা এখানে আসছি।’
তবে ম্যাচের আগে দেখা দিয়েছে নতুন এক বিতর্কের। বসুন্ধরা ক্লাবে যোগ দেয়ার পরিবর্তে ইরাকের ডুহক স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান কোচ। ইরাকি ক্লাবের সঙ্গে চুক্তির সেই ছবিটি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ বিষয়ে বসুন্ধরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শেষ পর্যন্ত খবরটি সত্য হলে প্রধান কোচ বিহীন বসুন্ধরা কিংসের পারফরমেন্স কেমন হবে সেটাই দেখার বিষয়।