সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় বিপৎসীমার ওপর পানি; বন্দী ৪৫ হাজার মানুষ
টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৪ উপজেলার ৪৫ হাজার মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দী ১৮ গ্রামের সাড়ে ৪শ' পরিবার। প্রশাসন বলছে, দুর্গতদের উদ্ধারে প্রস্তুত রয়েছে কুইক রেসপন্স টিম ও আশ্রয়কেন্দ্র।