ফুল আর সবুজে রঙিন বৈশাখের দিন
এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে। আবার এমনও হতে পারে সোনালুর সোনাঝরা রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন হবেই কারণ পুষ্পবৃক্ষে ছেয়ে আছে পুরো শহর। ছুটির দিনে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেম বন্দী করতেও ছুটে আসছেন অনেকে।